পুরাতন মালদা

নিজের কাজের খতিয়ান তুলে ধরে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি প্রার্থী

 

ঘোষণা হয়েছে লোকসভা ভোটের দিনক্ষণ। আর এই নির্বাচনে নিজের দিকে ভোটারদের মুখ ফেরাতে শ্বেতপত্র প্রকাশ করল উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

    বুধবার পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে নিজের কাজের খতিয়ান শ্বেতপত্রের মাধ্যমে তুলে ধরেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন সাংসদের সাথে উপস্থিত ছিলেন পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের দলীয় বিধায়ক গোপালচন্দ্র সাহা, দলের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকেই। এদিন দলীয় কার্যালয়ে বসেই গত পাঁচ বছরে সাংসদ থাকাকালীন কি কি উন্নয়নমূলক কাজ কেন্দ্র সরকারের বরাদ্দ অর্থে হয়েছে, তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে আমি জয়ী হয়েছিলাম। এরপর থেকে সাংসদ তহবিলের টাকায় একাধিক রাস্তা হয়েছে। স্কুল বিল্ডিং হয়েছে। রেলের আন্ডারপাসের অনেক জায়গায় কাজ হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ইংরেজবাজার শহরের রথবাড়ি এবং মালঞ্চপল্লী এলাকা। এছাড়াও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পাঁচটি স্টেশন কুমেদপুর, সামসি, মালদা কোট স্টেশন, ভালুকা রোড এবং হরিশ্চন্দ্রপুর স্টেশনকেও পরিকাঠামোগত ভাবে গড়ে তোলা হয়েছে। সাংসদ তথা উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু আরও বলেন , তিনি সাংসদ থাকাকালীন বন্দে ভারতের মতো ট্রেন মালদায় স্টপেজ পেয়েছে। মালদার ওপর দিয়ে এখন রাজধানী চলছে। সেটিও রেল মন্ত্রককে আবেদন জানানো হয়েছিল। এছাড়াও মালদা থেকে বাঙ্গালর অমৃত ভারত এক্সপ্রেসও চালু হয়েছে। সামসিতে ১৩ কোটি টাকা ব্যয়ে একটি আন্ডার পাস তৈরি হবে আগামী দিনে। এটি তৈরি হলে যানজট সমস্যা একেবারেই মিটে যাবে। এছাড়াও সাংসদ তহবিলের টাকায় গত পাঁচ বছরে প্রতিটি বুথ স্তরে একটি করে সোলার টাওয়ার বসানো হয়েছে। সেই সঙ্গে তিনি তার উন্নয়নের কাজে রাজ্য সরকারের অসহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।